দীর্ঘ সাতাশ বছরের টালবাহানার পর একটি প্রাপ্য চেক সই করে দেওয়া হল আপনাকে। কিন্তু হাতে নিয়ে দেখলেন, ছয়-সাত বছর পরের তারিখ উল্লেখ করা। এ চেক দুলিয়ে আগামী ছয়-সাত বছর বড়জোর হাওয়া খেতে পারেন। তবে চেকদাতা ইতোমধ্যে নাম কিনেছেন। ঘোষণা করেছেন, তিনি ঈশ্বরপ্রেরিত দূত হয়ে আপনার স্বপ্নপূরণ করলেন। সাম্প্রতিক কালে লোকসভা ও রাজ্যসভায় নারী আসন সংরক্ষণ সংক্রান্ত বিলটি পাশ হওয়ার গল্প মোটামুটি এরকমই।
by শতাব্দী দাশ | 27 September, 2023 | 1376 | Tags : Womens Reservation Bill Election Jumla Hathras Kathua